বিনোদন বিভাগে ফিরে যান

কন্টেইনমেন্ট জোনে আটকে জনপ্রিয় দুটি শো, অগত্যা হোটেলেই হবে দাদাগিরির শ্যুটিং

July 15, 2020 | < 1 min read

রিয়েলিটি শোয়ের শ্যুটিংয়ের অনুমতি পাওয়ার পরে বাংলার জনপ্রিয় দুটি শো ‘দিদি নাম্বার ১’ এবং ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৮’-এর শ্যুটিং শুরু হয়েছিল রাজারহাটের একটি স্টুডিওতে। কিন্তু সেই স্টুডিও এখন কন্টেইনমেন্ট জোনের আওতায় পড়েছে এবং সেখানে কড়া লকডাউনের ঘোষণা করা হয়েছে। সেই কারণে গত ১১ জুলাই রাজারহাট ব্লকের বিডিও চ্যানেল কর্তৃপক্ষকে নোটিস দিয়ে লকডাউনের বিষয়টি অবগত করেন এবং রাজারহাটের খামার মৌজার অন্তর্গত ওই স্টুডিওতে শ্যুটিং সংক্রান্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এর জেরেই তাড়াহুড়ো করে বন্ধ করে দেওয়া হয় রিয়েলিটি শো দু’টির শ্যুটিং।

প্রায় চার মাস বাদে পুরোদমে শ্যুটিং শুরু হয়েছিল। রিয়েলিটি শো দু’টির সঞ্চালক ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন শ্যুটিংয়ে। ‘দিদি নাম্বার ১’-এর কিছু পর্ব আগে থেকে ব্যাঙ্কিং করা থাকলেও ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৮’-এর শ্যুটিং শুরুর ব্যাপারটি ছিল অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু কপাল খারাপ! স্টুডিওই পড়েছে কন্টেইনমেন্ট জোনে। অগত্যা শহরের একটি পাঁচতারা হোটেলে ‘দাদাগিরি’র শ্যুটিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Dadagiri, #Didi No-1, #Containment Zone

আরো দেখুন