উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

থানায় মাংস-ভাত, বদলি আইসি

July 16, 2020 | < 1 min read

 জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বদলি হলেন। তিন বছরেরও বেশি সময় তিনি জলপাইগুড়ি কোতয়ালি থানায় কর্মরত ছিলেন। তাঁকে পূর্ব মেদিনীপুরের কন্টাইতে কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। নতুন করে কাউকে এখনও কোতয়ালি থানায় আইসির দায়িত্বভার দেওয়া হয়নি বলে খবর।

আইসির বদলি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, সোমবার বিজেপির তরফে উত্তরবঙ্গে বনধ ডাকা হয়েছিল। বিজেপির বেশ কয়েকজন বনধ সমর্থককে গ্রেপ্তার করেছিল কোতয়ালি থানা। এদের মধ্যে পুরুষ বনধ সমর্থকদের কোতয়ালি থানায় রেখে মহিলা সমর্থকদের মহিলা থানায় পাঠানো হয়েছিল।

গ্রেপ্তার হওয়া বনধ সমর্থকদের জন্য দুপুরে কোতয়ালি থানায় খাসির মাংস এবং ভাতের ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গিয়েছে। সেই খবর প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। গ্রেপ্তার হওয়া বিজেপি সমর্থকদের মাংস-ভাত খাওয়ানোর জন্য আইসিকে বদলি করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, ‘পুলিশ বিভাগের নিয়ম অনুযায়ী কোতয়ালি থানার আইসির রুটিন বদলি হয়েছে। এখনও কোতয়ালিতে নতুন করে কাউকে আইসি পদে দায়িত্ব দেওয়া হয়নি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#jalpaiguri, #kotwali ps

আরো দেখুন