ভার্চুয়াল দুনিয়াকে স্বাগত, সৌজন্যে জিও গ্লাস
করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল। সংস্থার ৪৩তম এজিএমে ঘোষণা করা হল অত্যাধুনিক ‘জিও গ্লাস’–এর। ভার্চুয়াল রিয়ালিটি ও ভিডিও কনফারেন্সিংয়ের মিশেলে এক আমূল বদল আনতে চলেছে এই জিও গ্লাস।
কি আছে এই জিও গ্লাসে?
ঘোষণা করা হয়েছে, এই জিও গ্লাসের প্রধান বৈশিষ্ট্যই হল হলোগ্রাফিক ভিডিও কলিং। অর্থাৎ এই গ্লাসের মাধ্যমে থ্রি ডায়মেনশনল হবে ভিডিও কলিং। যাঁর সঙ্গে কথা বলছেন, মনে হবে সে যেন আপনার সামনেই দাঁড়িয়ে আছে। তাছাড়া এটিতে থাকছে 2D ভিডিও কলিংয়ের সুবিধাও। কাটিং এজ টেকনোলজির মাধ্যমে এটি সাধারণ গ্রাহকের কাছে পৌঁছে দেবে রিয়ালিটির এক অন্য অভিজ্ঞতা।
এই গ্লাসের ওজন মাত্র ৭৫ গ্রাম। যা সহজে ব্যবহার করা যাবে। তথ্য প্রযুক্তির ভাষায় যাকে বলা চলে ‘Mixed reality Services’। এটিকে একটি ছোট কেবলের মাধ্যমে যুক্ত করা যাবে। এবং এতে থাকবে ২৫টি অ্যাপ, যার মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিং করা যাবে। এই প্রযুক্তির মাধ্যমে 3D ভার্চুয়াল চ্যাট করা যাবে। এবং সেই চ্যাট হবে একেবারে রিয়াল টাইম।