করোনা শহিদদের স্মরণে সৌধ কলকাতায়
দেশে এর আগে এমন অনেক ঘটনাই ঘটেছে যার কোন ইতিহাস নেই। তাই পরবর্তী প্রজন্মের জানাই হয়নি সেসব ঘটনার কথা। সে করণেই ইতিহাসের পাতায় করোনাকে লিপিবদ্ধ করতে তৎপর হল হিডকো কর্তৃপক্ষ।
তবে কোন বইয়ে নয়। করোনায় মৃতদের সম্মানিত করতে হিডকো স্মৃতি সৌধ নির্মাণ করছে। টেন্ডার ডেকে স্থান নির্দিষ্ট করা হয়েছে ইতিমধ্যেই।
নিউটাউনে ‘আনবক্স’ -এর পাশে ০.৫ একর জমিতে তৈরি হবে এই স্মৃতিসৌধ। সারা দেশের ডিজাইনারদের প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখান থেকেই বেছে নেওয়া হবে সেরা ডিজাইনটি।
নিউটাউনের বিশ্ববাংলা গেটের পাশেই আছে আনবক্স। সেখানেই হতে চলেছে এই সৌধ। শুধু মৃতদের জন্য স্মৃতিচারণাই নয়, যারা সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরূদ্ধে যুদ্ধ করলেন তাদেরও সম্মান জানানো হবে সৌধের মাধ্যমে।
সব ঠিক থাকলে আগামী বছর এই সৌধ তৈরি হবে। করোনার সঙ্গে যুদ্ধে যারা জয়ী হবেন তারা এই সৌধ দেখে মনে করবেন করোনা যুদ্ধের সেনাদের, জানবে আগামী প্রজন্মও।