দেশ বিভাগে ফিরে যান

এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না, চীনকে হুশিয়ারী রাজনাথের

July 17, 2020 | < 1 min read

‘ভারতের  এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না’, চীনের উদ্যেশ্যে এমনই কড়া বার্তা দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। দু’দিনের লাদাখ ও জম্মু-কাশ্মীর সফরে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। শুক্রবার সফরের প্রথম দিনে লাদাখের লেহ্ পৌঁছছেন তিনি। সেখানে ভারতীয় জওয়ানদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে এ ভাবেই চীনকে কড়া বার্তা শোনালেন প্রতিরক্ষা মন্ত্রী।

লেহ্তে রাজনাথ সিংহ। ছবি: পিটিআই।

জুন মাসে চীনের সঙ্গে সংঘর্ষে গালওয়ানে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। আজ সেখানে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এ প্রসঙ্গে, সীমান্তে সবক’টি জায়গা থেকে সেনা সরানোর ব্যাপারে এখনও সহমত হতে পারেনি ভারত ও চীন। সেই পরিস্থিতিতেই শুক্রবার লাদাখে পৌঁছলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে সেনা আধিকারিকদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে দেখেন তিনি।

এর আগে গত ৩ জুলাই, আচমকাই লাদাখে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবারও চীনের উদ্যেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার লাদাখ সফর সেরে জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।

TwitterFacebookWhatsAppEmailShare

#ladakh, #india china standoff, #rajnath singh

আরো দেখুন