রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার ক্রীড়া উৎকর্ষ বাড়াতে রাজ্য সরকারের প্রকল্প নিয়ে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করার কথা বলল রাজ্য

July 17, 2020 | < 1 min read

৫০ কোটির বেশি খরচে নির্মিত উত্তরবঙ্গের ক্রীড়াঙ্গন এখন গবাদি পশুর চারণভূমি! কিন্তু কেন? বাংলার ক্রীড়া উৎকর্ষ বাড়াতে রাজ্য সরকারের প্রকল্প নিয়ে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করার কথা বলল রাজ্য। বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এই বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর কাছে সরব হলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

মঙ্গলবার ১৮টি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন রিজিজু। সেখানেই পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী বিষয়টি উত্থাপন করেন। যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রিজিজু।

উত্তরবঙ্গ-সহ রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে ক্রীড়া-প্রতিভা খুঁজে আনার জন্য জলপাইগুড়িতে ২৭.০৬ একর জমিতে রাজ্য সরকার তৈরি করেছিল বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন। যেখানে বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেবল টেনিস, স্কোয়াশ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু সে সব এখন চারণভূমি।

২০১৬-র ডিসেম্বরে মউ চুক্তি করে পুরো কেন্দ্রটি স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) হাতে তুলে দেয় রাজ্য। কিন্তু আজ পর্যন্ত সেখানে খেলার কোনও কাজই শুরু করেনি তারা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ‍২০১৭ সালের সেপ্টেম্বরে রাজ্যের তৎকালীন ক্রীড়া সচিব সাইয়ের ডিরেক্টরের কাছে কাজ শুরু করার জন্য চিঠি দিয়েছিলেন। উত্তর আসেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sports, #State Government

আরো দেখুন