দেশ বিভাগে ফিরে যান

বারাণসীতে নেপালি ব্যক্তিকে মারধর! জোর করে ‘‌জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা , বিশ্ব হিন্দু সেনার

July 18, 2020 | < 1 min read

এক নেপালি ব্যক্তির মুণ্ডন করিয়ে জোর করে তাঁকে দিয়ে বলানো হল ‘‌জয় শ্রীরাম’‌ এবং ‘‌নেপালের প্রধানমন্ত্রী মুর্দাবাদ’‌। ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতে। পুরো ঘটনার ভিডিও তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হয়েছে। আর সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আগে থেকেই বিকাশ দুবে এনকাউন্টারকাণ্ডে বিতর্কে জড়িয়ে থাকা উত্তর প্রদেশ পুলিশ কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। ঘটনায় মামলা রুজু হয়েছে। বারাণসী শহরের এসপি বিকাশ চন্দ্র ত্রিপাঠী জানালেন, অরুণ পাঠক নামে একটি সংগঠনের নেতাকে ওই ব্যক্তির মুণ্ডন করতে দেখা গিয়েছে। নেপালের প্রধানমন্ত্রীর উপর ক্ষোভবশতই ওই কাজ করেছে অরুণ। তার সন্ধান চলছে বলে জানিয়েছেন এসপি। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, অরুণ পাঠক বিশ্ব হিন্দু সেনা নামে একটি সংগঠনের আহ্বায়ক।

সিনিয়র এসবি অমিত পাঠক জানালেন, অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ।  ভিডিও দেখা গিয়েছে, ওই ব্যক্তির মুণ্ডিত মস্তকের উপর কালি দিয়ে ‘‌জয় শ্রীরাম’‌ লিখে দিয়েছে সংগঠনের সদস্যরা। তাঁকে দিয়ে শুধু ‘‌জয় শ্রীরাম’‌ এবং ‘‌নেপালের প্রধানমন্ত্রী মুর্দাবাদ’‌–ই বলানো হয়নি, ‘‌বিশ্ব হিন্দু সেনা জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ’‌–ও বলানো হয়েছে।

সঙ্গত দিন কয়েক আগেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দাবি করেছিলেন, রামের জন্মস্থল, আসল অযোধ্যা আসলে নেপালের বীরগঞ্জ জেলার ঠোরি শহরে অবস্থিত। ফলে রাম জন্মসূত্রে নেপালি। যা নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছিল দুদেশের মধ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vishwa Hindu Sena, #Nepali Man, #varanasi

আরো দেখুন