কলকাতা বিভাগে ফিরে যান

সিইইএসসির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় রাজ্য, পাঠানো হবে ক্রেতা সুরক্ষা দফতরের নোটিস

July 19, 2020 | < 1 min read

গত কয়েকদিন ধরেই শহরের বাসিন্দাদের মাত্রাতিরিক্ত ইলেক্ট্রিসিটি বিল নিয়ে বিতর্ক চলছে। শুধুই সাধারণ মানুষ না, তারকা অভিনেতা, পরিচালক এমনকি, খোদ বিদ্যুৎমন্ত্রীর বাড়িতেও এই মাত্রাতিরিক্ত বিল আসা নিয়ে বিতর্কে জড়িয়েছে সিইইএসসি। যা নিয়ে রাজ্যের সঙ্গে চলছে চূড়ান্ত সংঘাত। গ্রাহকদের সমস্যা হবে এমন কাজ কিছুতেই বেসরকারি ওই বিদ্যুৎ সংস্থাকে করতে দেওয়া হবে না। এবার এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গতকালই খবর মিলেছিল, নবান্নের তরফে অ্যাডভাইজরি পাঠানোর ভাবনাচিন্তাও চলছে। সূত্র মারফত এবার জানা গেল, সিইইএসসি-কে নোটিস পাঠাতে পারে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর।

ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে এদিন বলেন, “লকডাউনের ফলে ঠিকমতো মিটার রিডিং নেওয়া হয়নি। তা সত্ত্বেও অতিরিক্ত বিলের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রতি মাসে যা বিল আসে, তার চেয়ে অনেক গুণ বেশি বিল আসছে। একে লকডাউনে বেশিরভাগ মানুষের আয় কমেছে। তার উপর আবার মাত্রাতিরিক্ত বিলের বোঝায় নাজেহাল গ্রাহকরা।” তাই সূত্রের খবর, আগামী সোমবার বেসরকারি ওই বিদ্যুৎ সংস্থাকে নোটিস পাঠাবে ক্রেতা সুরক্ষা দফতর। এছাড়া ওইদিন সিইইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ দেখাবে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকা।

উম্পুনের সময় শহরাঞ্চলের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে গিয়ে প্রায় ‘ব্যর্থ’ হয়েছিল সিইইএসসি। ক্ষোভে ফুঁসে উঠেছিল আমজনতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মাত্রাতিরিক্ত বিলের ঘটনা। যা থেকে রেহাই পাননি খোদ বিদ্যুৎমন্ত্রী থেকে অভিনেতারাও। এমনকি শুক্রবার বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সিইইএসসি-র দুই কর্তা। কেন এমন অস্বাভাবিক বিল আসছে, তার কারণও ব্যাখ্যা করেন তাঁরা। তবে এবার ক্রেতা সুরক্ষা দফতর থেকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় বেশ খানিকটা চাপে পড়ল সিইইএসসি।

TwitterFacebookWhatsAppEmailShare

#State Government, #Consumer Affairs Department, #West Bengal, #CESC

আরো দেখুন