রাজ্য বিভাগে ফিরে যান

রেকর্ড চুরমার, বাংলায় দৈনিক আক্রান্ত ২,১৯৮ জন! মোট আক্রান্ত ছাড়াল ৪০,০০০

July 19, 2020 | 2 min read

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। এই প্রথম রাজ্যে একদিনে ২,১০০ জনের বেশি ব্যক্তির শরীরে এই মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। ফলে শনিবার মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪০ হাজারের গণ্ডি টপকে গিয়েছে। উদ্বেগ আরও বাড়িয়ে ক্রমশ দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গড়ে প্রতি প্রায় ৫৪ মিনিটে রাজ্যে ১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস।

এ দিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, রাজ্যে নতুন করে ২ হাজার ১৯৮ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০ হাজার ২০৯ জন। সেইসঙ্গে এই প্রথম জেলায় জেলায় এক দিনে ১ হাজার ২৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে এখনও পর্যন্ত ২৩ হাজার ৫৩৯ জন করোনামুক্ত হয়ে উঠলেন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৮.৫৪ জন। আর রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৫৯৪ জন। এদিকে, আরও ২৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। ফলে রাজ্যে মোট ১ হাজার ৭৬ জন করোনার বলি হয়েছেন।

এ দিকে, রাজ্যে টেস্টের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্য বেড়েছে। শনিবার মোট ৫৪টি ল্যাবে ১৩ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত ৬ লক্ষ ৮৯ হাজার ৮১৩টি নমুনা পরীক্ষা করা হল। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ৫.৮৩ শতাংশ। বর্তমানে রাজ্যে ডেডিকেটেড করোনা হাসপাতালের সংখ্যা ৮১টি। এর মধ্যে ২৭টি সরকারি হাসপাতাল।

রাজ্যের মধ্যে কলকাতার পরিস্থিতি এখনও উদ্বেগের। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬৮২ জন। এর মধ্যে ৬ হাজার ৯৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৬৬। আর শহরে করোনায় প্রাণ গিয়েছে ৫৬১ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। উত্তর ২৪ পরগনার পরিস্থিতিও অপরিবর্তিত আছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩২ জন। এর মধ্যে ৪ হাজার ৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অ্যাকটিভ রোগীর সংখ্য়া ৩ হাজার ৮২০ জন। আর ২০৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যের জেলাগুলির মধ্যে তৃতীয় স্থানে হাওড়া। জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৯১৫ জন। এর মধ্যে ৩ হাজার ৩১৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ১ হাজার ৪৫৯ জনের চিকিৎসা চলছে। মৃত্যু হয়েছে ১৪২ জনের।

সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল শুক্রবার। শনিবার নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ৩৪ হাজার ৮৮৪ জন। ২৪ ঘণ্টার নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। যা এক ধাক্কায় তা হয়ে দাঁড়াল ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬। সেই মৃত্যু হয়েছে আরও ৬৭১ জনের। সব মিলিয়ে সারা দেশে মৃতের সংখ্যা ২৬ হাজার ২৭৩।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19 update, #West Bengal

আরো দেখুন