তথ্য যাচাই বিভাগে ফিরে যান

বিউবনিক প্লেগ মহামারীর আকার ধারণ করছে? জানুন আসল সত্য

July 20, 2020 | < 1 min read

সম্প্রতি একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে। সেই পোস্টে দাবি করা হচ্ছে, ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এবং হু অনুমান করছে যে মারণ রোগ বিউবনিক প্লেগ আবার ফিরে এসেছে। 

পোস্টে আরও বলা হয়েছে, ১৫ বছরের একটি চীনা বালক এই রোগে মারা গেছে এবং আগামী দিনে এই মারণ রোগের কবলে পড়তে চলেছে পৃথিবী।

ভাইরাল পোস্টে এও বলা হচ্ছে যে বিউবনিক প্লেগ বাতাস বাহিত রোগ এবং হাঁচি কাশির মাধ্যমে পরিবাহিত হয়। 

সত্য তথ্য

এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। হু দাবি করেছে যে বিউবনিক প্লেগ একেবারেই বিপজ্জনক নয় এবং সহজেই নিরাময় করা যায়। সিডিসি-র ওয়েবসাইট অনুযায়ী এই রোগ পতঙ্গের কামড়ে হয়।

দেখে নিন এ বিষয়ে হু কি বলেছেঃ https://www.forbes.com/sites/carlieporterfield/2020/07/07/chinas-case-of-bubonic-plague-not-high-risk-to-others-who-says/#70532b3e66a8

TwitterFacebookWhatsAppEmailShare

#bubonic plague, #Pandemic

আরো দেখুন