উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ফের লকডাউনের মেয়াদ বাড়ল মালদায়

July 20, 2020 | < 1 min read

মালদা শহরে লকডাউনের মেয়াদ দু’দিন বাড়ানো হল। সোম ও মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সব্জি বাজার ছাড়া বাকি সমস্ত দোকান বন্ধ থাকবে। লকডাউনের আওতার বাইরে রয়েছে ওষুধের দোকান। লকডাউনের বিষয়ে বুধবার জেলা প্রশাসনের তরফে ফের বৈঠক করা হবে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, মালদা জেলায় করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে মালদা শহরে লাফিয়ে বাড়ছে সংক্রামিতের সংখ্যা। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের তরফে তিনদিন কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছিল। রবিবার শেষ হয়েছে কঠোর লকডাউনের মেয়াদ।

ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হয়েছে। আরও দু’দিন লকডাউন চলবে বলে প্রশাসনের তরফে ঘোষনা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, সোম ও মঙ্গলবার শহরে শুধুমাত্র সব্জি ও মাছ-মাংসের দোকান খোলা থাকবে। বাকি সমস্ত দোকান বন্ধ থাকবে। তবে লকডাউনের আওতার বাইরে রয়েছে ওষুধের দোকান।

মালদা জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, জেলা প্রশাসনের নির্দেশে আগামী দু’দিন সব্জি ও মাছের দোকান খোলা থাকবে। বুধবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#malda, #lock down

আরো দেখুন