রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার মানুষ বাংলা চালাবে, বহিরাগতরা নয়ঃ একুশের বার্তা মমতার

July 21, 2020 | 1 min read

আগামী বছর বিধানসভার নিরিখে আজই ছিল শেষ ২১শে জুলাইয়ের সভা। কোভিডের জন্য এবারের সভা অবশ্য অনেকটাই আলাদা। সম্পূর্ণ সভা হল ডিজিটাল মাধ্যমে। পৌঁছে গেলো জেলায় জেলায় ব্লকে ব্লকে পার্টি অফিসগুলোতেও। আজকের ভার্চুয়াল সভা থেকে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি এদিন এই সমাবেশ থেকেই হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলাকে অপমানের বদলা নেব। বদলা নেব মানবিকতা দিয়ে। জেনে রাখো, বহিরাগতরা বাংলাকে শাসন করবে না। বাংলাকে শাসন করবে বাংলার মানুষ।’

তৃণমূল নেত্রী আরও বলেন, ‘কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর? কখনও বলছে এনকাউন্টার করো, কখনও বলছে হিংসা করো, আপনাদের রাজনৈতিক জন্ম কোথায়? অনেকের তো নামই শুনিনি। কবে রাজনীতিতে এলে ভাই? আম্পান হল, বিজেপির কি নাচানাচি বাপরে!’

তিনি বলেন, কোভিড-আম্পান সামলে লড়াই করছে বাংলা। তাও বাম-কংগ্রেস-বিজেপি একযোগে রাজ্যকে অপমান করছে, রাজ্যকে ছোট করছে সবসময়।

আম্পান দুর্যোগের পর রাজ্যে ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে মমতা এদিন বলেন, ‘প্রধানমন্ত্রী এলেন এক ঘণ্টার জন্য দয়া করে। এক হাজার কোটি টাকা দিলেন, আমরা সঙ্গে সঙ্গে সে টাকা খরচ করে দিয়েছি। কিন্তু বাংলা কি ন্যায্য প্রাপ্যটুকু পেল?’

আগামী বিধানসভাকে সামনে রেখে তিনি বলেন, ‘আজ একুশের সমাবেশ থেকে শপথ নিন, একুশের ভোটে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বাংলায় বাংলার মানুষ শাসন করবে নিশ্চিত করুন। গুজরাট বাংলা শাসন করবে না। বহিরাগতরা বাংলা চালাবে না। বাংলার মানুষ বাংলা চালাবেন।

তিনি আরও বলেন, বাংলায় নাকি আইনশৃঙ্খলা নেই। প্রতিদিন কমপ্লেন পাঠানো হচ্ছে। লজ্জা করেনা? ইউপিতে জঙ্গল রাজ চলছে। করোনার সময় সরকার ফেলার খেলা চলছে। কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশে টাকা দিয়ে সরকার ভাঙা হচ্ছ। এজেন্সি দিয়ে বাংলাকে হঠাতে পারবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #21July, #Shahid Dibas

আরো দেখুন