জীবনশৈলী বিভাগে ফিরে যান

ফেলে দেওয়া জিনিস দিয়েই বানান সাধের বাগান

July 22, 2020 | < 1 min read

আজকের এই ফ্ল্যাটের যুগে বাগান তো দূরস্থ, একফালি ছাদও কপালে জোটেনা। তা বলে কি আর গাছ লাগানোর ইচ্ছেকে বলি দেওয়া যায়! 

নিজের বসার ঘরে, বক্স জানালায় বা ব্যালকনিতে, বানিয়ে ফেলুন আপনার মনের মতো বাগান। তাও আবার ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস দিয়ে। 

  • ছোট ফুলগাছ লাগাতে চাইলে প্লাস্টিকের বোতল, রান্নার তেলের ক্যান বা প্লাস্টিকের কৌটো ব্যবহার করতে পারেন। বাজার থেকে টব না কিনে এগুলো দিয়ে টব বানান। যদি সম্ভব হয় এর বাইরে কোনও কারুকাজও করতে নিতে পারেন।
  • বাড়িতে অনেকেই ছোট ছোট পাতাবাহার লাগান। খাবার রাখার প্লাস্টিকের কৌটোতে কারুকার্য করে পাতাবাহারের টব হিসেবে ব্যবহার করতে পারেন।
  • মানিপ্ল্যান্ট বসাতে চাইলে অবশ্যই ব্যবহার করুন কাঁচের শিশি। অনেক মানিপ্ল্যান্ট মাটি ছাড়াও বেড়ে ওঠে।
  • বাড়িতে গাছ পুঁততে চাইলে রান্না ঘর থেকে কোনও মশলার বীজ নিয়ে লাগাতে পারেন।
  • যেসব গাছের কাণ্ড থেকে নতুন গাছ বের হয়, সেইসব গাছের ডাল এনে বসাতে পারেন টবে।
TwitterFacebookWhatsAppEmailShare

#waste materials, #gardening

আরো দেখুন