বিবিধ বিভাগে ফিরে যান

সর্বকালীন রেকর্ড , এই প্রথম প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার টাকা ভারতে

July 22, 2020 | < 1 min read

এই প্রথম, ভারতে ১০ গ্রাম পাকা সোনার দাম ৫০ হাজারের গণ্ডি টপকাল। একটি বিজনেস ডেইলি-তে প্রকাশিত খবর অনুযায়ী বুধবার ভারতে ১০ গ্রাম পাকা সোনার দাম ৫০ হাজার ১০ টাকা। দেশে যা সর্বোচ্চ। এর আগে ভারতে কোনওদিনই ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার টাকা ছাড়ায়নি। দাম বেড়েছে রুপোরও। ভারতে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৩ হাজার ৪০০ টাকা।

দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার ৯০০ টাকা। রাজধানীতে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৯ হাজার ১০০। তুলনায় দাম কিছুটা কম চেন্নাইয়ে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার ৯০ টাকা।  মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৮ হাজার ১০০ টাকা।

সংশ্লিষ্ট মহলের মতে, করোনার মতো অতিমারি পরিস্থিতিতেও সোনার মতো ধাতুর চাহিদা বেড়েছে। ক্রেতাদের সোনা কিনে রাখার আগ্রহতেই উত্তরোত্তর বাড়ছে সোনালি ধাতুর মূল্য। প্রসঙ্গত ভারতে সোনার দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারেও সোনার তুমুল চাহিদা। বিশ্ববাজারে প্রতি আউন্সে (একক) সোনার দাম বেড়েছে ১.৩ শতাংশ। বিগত ৯ বছরে যা সর্বাধিক। করোনা পরিস্থিতিতে একই রকমভাবে দাম বেড়েছে রুপোরও। বিশ্ব বাজারে প্রতি আউন্সে রুপোর দাম বেড়েছে ৭.২ শতাংশ। যা ২০১৩ থেকে চলতি বছরে সর্বোচ্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

#gold prices, #India

আরো দেখুন