কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতাবাসীর ২১% শরীরেই অ্যান্টিবডি‌ – বলছে সমীক্ষা

July 23, 2020 | < 1 min read

করোনা সংক্রমণ বৃদ্ধির উদ্বেগের মধ্যে চমকপ্রদ তথ্য। ১৮ কোটি মানুষ, অর্থাৎ ১৫% ভারতবাসী‌র শরীরে নাকি অজান্তেই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে!‌ দেশের বিভিন্ন শহরে সমীক্ষা করে জানাল ‘‌থাইরোকেয়ার’‌। এই সমীক্ষা করে জানা গেছে কলকাতার ১৫.৬ শতাংশ মানুষের শরীরেই তৈরি হয়ে গেছে অ্যান্টিবডি।

দ্রুত শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার একটি সম্ভাব্য কারণ, অনেকেই হয়তো সংক্রমিত হয়েছিলেন, উপসর্গ না থাকায় টের পাননি। রোগ প্রতিরোধ ক্ষমতার জোরেই ভাইরাসের প্রকোপকে হেলায় হারিয়ে দিয়েছেন। এবং শরীর করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে। সেক্ষেত্রে অজান্তেই রোগ থেকে মুক্তির পথ খুঁজে নিয়েছেন অনেক ভারতীয়।

জানা গিয়েছে, মুম্বই সংলগ্ন থানের একটি অংশের বাসিন্দাদের শরীরে সবচেয়ে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। এরপরেই আছে বেঙ্গালুরুর একাংশ। দিল্লীর আনন্দ বিহার এলাকায় ৩৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। হায়দ্রাবাদের জুবিলি এলাকায়ও অ্যান্টিবডি তৈরি হয়েছে ৩৭ শতাংশ মানুষের শরীরে। যাঁরা পরীক্ষা করাতে চেয়েছেন, তাঁদেরই পরীক্ষা করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Antibody, #Thyrocare, #Kolkata

আরো দেখুন