← দেশ বিভাগে ফিরে যান
রাম মন্দির নির্মাণ শুরু হবে, করোনাও দেশ ছাড়া শুরু করবে: বিজেপি নেতা রামেশ্বর শর্মা
ভারতে প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ৷ অতিমারির সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছে ভারত৷ সংক্রমিতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে৷ সকলের একটাই চিন্তা, কবে আসবে ভ্যাকসিন? WHO জানাচ্ছে, ২০২১ সালের আগে ভ্যাকসিনের আশা না-করাই ভাল ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, একমাত্র ভ্যাকসিনই এই অতিমারি থেকে রক্ষা করতে পারে৷ এহেন পরিস্থিতিতে মধ্যপ্রদেশের বিজেপি নেতা রামেশ্বর শর্মা ভবিষ্যত্বাণী করে দিলেন, কবে দেশ থেকে করোনা দূর হবে৷ এ ক্ষেত্রে ‘রাম ভরসা’!