প্রধানমন্ত্রী ১০০ শতাংশই নিজের ইমেজ নিয়ে ভাবছেন, ট্যুইট রাহুলের
আরও একবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধি। চিন সীমান্ত সমস্যা নিয়ে তাঁর মত, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কোনও স্বচ্ছ ধারণা নেই।
একটি ভিডিও-সহ ট্যুইটারে রাহুল এদিন লিখেছেন, প্রধানমন্ত্রী ১০০ শতাংশই নিজের ইমেজ নিয়ে ভাবছেন। ভারতের বহু সংস্থাই এখন দিনরাত কাজ করছে। এই উপস্থিতিতে দেশের ছবিটা শুধু একটি মানুষের প্রতিচ্ছবি নয়।
একটি দু’মিনিটের ভিডিও এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ভিডিওটির মূল বিষয় হল, ভারত-চিন সীমান্ত সমস্যা এবং করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা। সেখানেই তিনি বলছেন, দূরদর্শিতার অভাবের কারণে বহু সুযোগ হারাতে হয়েছে ভারতকে।
ভিডিওটিতে রাহুল বলছেন, ‘‘আমরা কিছুই দীর্ঘমেয়াদি ভাবি না। আমাদের সারাক্ষণ একে অন্যের সঙ্গে লড়াই। রাজনীতিতেই দেখুন, ভারতীয়র সঙ্গেই ভারতীয় লড়ছে। এর মূল কারণ আমরা অপরিণামদর্শী।’’
এর পরেই তাঁর তোপ সরাসরি সরকারের দিকে। তিনি বলেন, চিনের সঙ্গে যুদ্ধটা মনস্ত্বাত্তিক। যদি শক্তি প্রদর্শন করা হয় তবেই চিনের সঙ্গে লড়া যাবে। না হলে দুর্বলতা দেখালেই সমস্যায় পড়তে হবে। রাহুল গান্ধির পরামর্শ চিনের সঙ্গে লড়তে গেলে দূরদর্শিতা চাই।
রাহুল আরও বলছেন, এই মুহূর্তে, ভারতের চাই আন্তর্জাতিকতা বোধ।একমাত্র এই আন্তর্জাতিকতার আঙ্গিকই ভারতের ভবিষ্যতের বর্ম হয়ে উঠতে পারে।
প্রধানমন্ত্রীর সমালোচনা প্রসঙ্গে রাহুলের যুক্তি, “বিরোধী হিসেবে তাঁর কাজই এটা। প্রধানমন্ত্রীর দায়িত্ব একটি দিশা দেখানো। আমি নিশ্চিত প্রধানমন্ত্রীর সেই দূরদর্শিতা নেই। সেই কারণেই চিন আজ এই জায়গায় আসতে পেরেছে।”