জলপাইগুড়ি কোভিড হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষোভ
কোথাও দেওয়া হচ্ছে অর্ধসেদ্ধ তেলেভাজা খাবার, কোথাও ফ্রিজের ঠান্ডা খাবার। কেউ বা থাকছেন মেঝেতে বিছানা করে। এখানেই শেষ নয়, জায়গার অভাবে পুরুষ মহিলা একসাথে একই শয্যা ভাগ করতে বাধ্য হচ্ছেন।
এরা প্রত্যেকেই রোগী। মারন ভাইরাস করোনা থাবা বসিয়েছে এদের প্রত্যেকের শরীরে। তার পরও এই ধরনের পরিষেবা নিতে বাধ্য হচ্ছেন তারা। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল অব্যবস্থার। রোগীদের অভিযোগ, এখানে কোনো চিকিৎসক এখনও পর্যন্ত পিপিই কিট পরে আসেন নি। শুধু নার্স রা আসেন। যা খাবার দেওয়া হয়, তা ফ্রিজের অথবা অর্ধসেদ্ধ। শৌচাগারের অবস্থাও ব্যবহারের অনুপযুক্ত।
এছাড়াও, রয়েছে আরো গুরুতর অভিযোগ। এক বেড থেকে আরেক বেডে সামাজিক দূরত্ব থাকছে না। মাটিতে থাকছেন অনেকে। মহিলা ও পুরুষ রোগীকে একই শয্যায় থাকতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। একাধিক অভিযোগ বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছিল। নেপথ্যে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তর।
বুধবারই একজন পজিটিভ রোগী সেখান থেকে পালিয়েছিলেন জানলার কাঁচ ভেঙে। এর আগে রোগীরা চিকিৎসা পরিষেবা ও অনান্য পরিষেবার জন্য থালা বাসনও বাজিয়েছিলেন। অন্যদিকে এদিন জলপাইগুড়ি কোভিড হাসপাতালের বর্তমান অবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।