রাজ্য বিভাগে ফিরে যান

রবিবার থেকে সুফল বাংলায় সস্তায় মিলবে আলু

July 24, 2020 | < 1 min read

রবিবার থেকে সুফল বাংলায় ২৫ টাকায় আলু বিক্রি করবে সরকার। আজ নবান্নে আলু নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই বাজারে আলুর দাম ভয়ঙ্কর রকমভাবে বেড়ে গিয়েছে। জ্যোতি আলু ৩০ টাকা কেজি দরে আর চন্দ্রমুখী আলু ৩৫ টাকা প্রতি কিলোতে বিক্রি হচ্ছে। এই খবর জানার পরই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তারপরই সুফল বাংলায় ২৫ টাকায় আলু বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আলু ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদা বেড়ে যাওয়াতেই দাম বেড়ে গিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশায় এরাজ্য থেকে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। এর ফলে রাজ্যে আলুর উৎপাদন বেশি থাকা সত্ত্বেও দাম বাড়ছে। 

এই পরিস্থিতিতে রাজ্য সরকার ব্যবসায়ীদের ৫ দিন সময় দিয়েছেন। তার মধ্যে বাজারে আলুর দাম কমাতে হবে। অভিযোগ, অনেক ব্যবসায়ী আবার আরও বেশি দাম বাড়ার অপেক্ষায় কোল্ড স্টোরেজে আলু মজুত করে রেখেছে। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ৪০ বস্তার বেশি আলু কোনওভাবেই মজুত রাখা যাবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #sufal bangla, #potatoes

আরো দেখুন