দেশ বিভাগে ফিরে যান

দিল্লির যুবককে দেওয়া হল দেশের প্রথম করোনার টিকা

July 25, 2020 | < 1 min read

দেশে প্রথম করোনার টিকা কোভ্যাক্সিন দেওয়া হল ৩০ বছরের এক যুবককে। শুক্রবার দিল্লির এইমসে পরীক্ষামূলকভাবে এই টিকা দেওয়া হয়েছে। এইমসের নীতি কমিটি ছাড়পত্র দেওয়ার পর শুরু হল দেশে তৈরি কোভ্যাক্সিনের পরীক্ষা। এইমসের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক সঞ্জয় রাই জানিয়েছেন, ওই যুবক দিল্লির বাসিন্দা। তিনিই দেশের প্রথম স্বেচ্ছাসেবক। দুদিন আগে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। তার অন্য কোনও রোগ নেই। টিকা দেওয়ার পর তাঁকে দুঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেখা হয়েছে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। এক সপ্তাহ তাঁকে নজরে রাখা হবে। এই পরীক্ষার জন্য সাড়ে তিন হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নাম লিখিয়েছেন। তাদের মধ্যে ১০০ জনকে টিকা দেওয়া হবে। আরও কয়েকজনকে শনিবার টিকা দেওয়া হবে। আইসিএমআর জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হচ্ছে পাটনা সহ দেশের ১২টি জায়গায়। কোভ্যাক্সিন পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি ও আইসিএমআরের সঙ্গে হায়দরাবাদের ভারত বায়োটেক তৈরি করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covaxin, #vaccine, #Coronavirus, #AIIMS

আরো দেখুন