রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলে ফিরতে চান মুকুল? আমল দিচ্ছে না দল? জল্পনা

July 25, 2020 | 2 min read

বিজেপি নেতা মুকুল রায় তাঁর পুরনো দলে ফেরার চেষ্টা করছেন। আর সেই উদ্দেশ্যে তিনি তৃণমূল নেতৃত্বের সাথেও নাকি যোগাযোগ করছেন সেই মার্চ মাসে থেকে। কিন্তু তৃণমূল হাইকম্যান্ড এই বিষয়ে কোনও আগ্রহ প্রকাশ করছে না। বিশেষ সূত্রে এমনটাই খবর মিলেছে।

একই সুত্রে জানা যায় যখন দলে ফেরার বিষয়ে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তাঁকে জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি বিবেচনা করবেন। শোনা যাচ্ছে, মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও নাকি তৃণমূলে ফিরতে মরিয়া। এমনকি বাবাকে ছাড়া একাও ঘাসফুল শিবিরে ফিরতে রাজি তিনি। যদিও দল তাতে রাজী হয়নি।

সারদা মামলার সিবিআই তদন্ত শুরু হওয়ায় ২০১৫ সাল থেকেই মুকুলের সাথে তৃণমূলের দূরত্ব তৈরি হয়। ২০১৭ সালে দল ছাড়েন মুকুল রায়। বিজেপিতে যোগ দেওয়ার পর আর সিবিআই তাকে প্রশ্ন করেনি।

সূত্রের খবর, দলে ফেরার জন্য তিনটি শর্ত রেখেছেন মুকুল, যা মানতে নারাজ তৃণমূল। এছাড়া, নিজের ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে কিছু দাবি জানিয়েছেন মুকুল। দল এতেও অসম্মতি জানিয়েছে। মুকুল রায় দলে ফিরে আগের পদেই কাজ করতে চেয়েছিলেন। কিন্তু, তাঁকে জানানো হয়েছে তাঁকে দলে যে কাজ করতে দেওয়া হবে, সেটাই তাঁকে করতে হবে।

বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল দাবী করেন তৃণমূলের ১০৭ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও একজন বিধায়কও এপর্যন্ত বিজেপিতে যোগ দেননি। তাছাড়া, আরএসএসও মুকুল রায়কে পছন্দ করেনা। বিজেপিতে যে মুকুল সেরকম সম্মান পাচ্ছেন না, তা আরও একবার প্রকট হয় দিল্লিতে বিজেপির দলীয় বৈঠকে তাঁর অনুপস্থিতিতে।

মুকুল রায়কে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিজেপিতেই আছি। আমি পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের দায়িত্বে ছিলাম। তাই, বিজেপি ছাড়ার প্রশ্ন উঠছে না।

তথ্যসূত্র: দ্য কুইন্ট (লেখক: ইশাদ্রীতা লাহিড়ী)

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #tmc, #mukul roy

আরো দেখুন