উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

চালু হলো দ্বিতীয় তিস্তা সেতু

July 25, 2020 | < 1 min read

যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হল দ্বিতীয় তিস্তা সেতু৷

সেতুটি দিয়ে যান চলাচল শুরু হবার ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হল বলে মনে করা হচ্ছে। ১১০০ মিটার দীর্ঘ এই সেতুটির নীচে ২৪টি পিয়ার রয়েছে। সেতুটি ১২ মিটার চওড়া। সেতু দিয়ে যাতায়াত শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। করোনা সংক্রমণ এড়ানোর জন্য শুক্রবার এই সেতু দিয়ে যান চলাচল শুরুর সময় কোনও রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

জলপাইগুড়ির ডিএসপি ট্রাফিক মলয়কুমার দাস এদিন এই সেতু দিয়ে যান চলাচলের সূচনা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে ট্রাফিক ওসি মুস্তাফা হুসেন, জলপাইগুড়ির ট্রাফিক ওসি শান্তা শীল প্রমুখ।আপাতত পুরোনো তিস্তা সেতু এবং নতুন তিস্তা সেতু-দুটিই যান চলাচলের জন্য খোলা থাকবে। এক সপ্তাহ পর পুরোনো সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে ওই সেতুটির সংস্কার করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Second teesta bridge

আরো দেখুন