প্রযুক্তি বিভাগে ফিরে যান

সুখবর! WhatsApp-এ ২৪ ঘণ্টা খোলা থাকবে ব্যাঙ্ক

July 25, 2020 | < 1 min read

করোনা ও লকডাউনের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ ৷ সকলের সমস্যার কথা মাথায় রেখেই এবার গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে হাজির ইয়েস ব্যাঙ্ক ৷ ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে হাজির ইয়েস ব্যাঙ্ক ৷ ২৪ ঘণ্টা এই পরিষেবা পাবেন গ্রাহকরা ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে ৬০ এ বেশি প্রোডাক্টস ও পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন গ্রাহকরা ৷ ডিজিটাল ব্যাঙ্কিংয়ে মানুষকে উৎসাহিত করার জন্য একাধিক ব্যাঙ্ক হোয়াটসঅ্যাপের সঙ্গে হাত মিলিয়েছে যার মূল উদ্দেশ্য ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজে করা ৷

হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা কেবল একটি ম্যাসেজ পাঠিয়ে সেভিংস ব্যাঙ্কের ব্যালেন্স চেক করতে পারবেন ৷ পাশাপাশি গত কয়েকদিনে করা ডিজিটাল লেনদেন ও ব্যাঙ্কিং প্রোডাক্টস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন ৷ এফডি থেকে লোন নেওয়া, চেক বুক অর্ডার, অবৈধ লেনদেন রিপোর্ট করা, রিওয়ার্ড পয়েন্টস রিডিম করার সুবিধাও মিলবে ৷ এর পাশাপাশি পিএম কেয়ার্স ফান্ডে ডোনেটও করতে পারবেন ৷ এছাড়াও আসপাশে কোথায় এটিএম রয়েছেও তাও হোয়াটসঅ্যাপের সাহায্যে জানতে পারবেন ৷

ইয়েস ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ পরিষেবা অ্যাক্টিভেট করার জন্য +91-829-120-1200 নম্বরে মিস কল দিতে হবে ৷ এরপর আপনার কাছে একটি ম্যাসেজের মাধ্যমে পাঠানো হবে ৷ +91-829-120-1200 নম্বরটি আপনার ফোনে সেভ করুন ৷ হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে ‘Hi’ পাঠান ৷ ম্যাসেজ এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে ৷

লকডাউনে ক্যাশ ব্যবহার করা অনেকটাই কমিয়ে দিয়েছে সাধারণ মানুষ ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষ এখন ডিজিটাল লেনদেনের উপরই নির্ভর করছে ৷ ডিজিটাল লেনদেনের প্রবণতা বাড়তে দেখে একাধিক ব্যাঙ্ক এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আসতে শুরু করেছে ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp, #yes bank, #24 hours, #banking services

আরো দেখুন