দেশ বিভাগে ফিরে যান

৫ অগস্ট পর্যন্ত দিনে পাঁচবার পাঠ করুন ‘হনুমান চালিশা’, করোনার দাওয়াই প্রজ্ঞার

July 26, 2020 | < 1 min read

করোনা (Coronavirus) আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ভ্যাকসিনের আশায় দিন গুনছেন সকলেই। তবে এই পরিস্থিতিতেও ভ্যাকসিন নয়, ভাইরাস তাড়াতে ‘হনুমান চালিশা’ পাঠের উপরেই ভরসা রাখলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁর দাওয়াই, দিনে পাঁচবার হনুমান চালিশা পাঠ করলেই দেশে কমবে ক্ষুদ্রাতিক্ষুদ্র অথচ দাপুটে ভাইরাসের প্রকোপ। যদিও তাঁর মন্তব্য নিয়ে অনেকেই হাসিঠাট্টা শুরু করেছেন।

শনিবার একটি ভিডিও বার্তা টুইট করেন প্রজ্ঞা সিং ঠাকুর (Pragya Singh Thakur)। তিনি বলেন, “আসুন, আমরা সকলে মিলে সবার সুস্বাস্থ্যের জন্য এবং করোন ভাইরাসকে শেষ করার জন্য আধ্যাত্মিক প্রচেষ্টা করি। করোনা ভাইরাসকে ভয় পাবেন না। দিনের মধ্যে পাঁচ বার ‘হনুমান চালিশা’ পাঠ করুন। ৫ আগস্ট পর্যন্ত এটা চালিয়ে যান। ৫ আগস্ট বাড়িতেই প্রদীপ জ্বালিয়ে ভগবান রামকে আরতি দিয়ে আচারটি শেষ করুন। দিওয়ালির মতো করেই ওই দিনটি পালন করবেন। তাতেই গোটা পৃথিবী করোনামুক্ত হবে।” এছাড়াও বিজেপি সাংসদের বিশ্বাস, “গোটা দেশের হিন্দুরা যখন একসঙ্গে ‘হনুমান চালিশা’ পাঠ করবেন, নিশ্চিতভাবেই সেটা কাজ করবে। আমরা করোনামুক্ত হব। ভগবান রামের কাছে এটা আপনার প্রর্থনা।”

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #pragya thakur, #hanuman chalisa

আরো দেখুন