রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের জন্য মনোনীত হলেন সুখেন্দুশেখর রায়

July 26, 2020 | < 1 min read

প্রথমবারের দুই সাংসদ সহ ছ’জনকে রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের জন্য মনোনীত করলেন চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তাঁরা হলেন, বিজেপি এমপি ভুবনেশ্বর কালিটা এবং সুরেন্দ্র সিং নগর কংগ্রেস এমপি এল হনুমাথাইয়া, এনসিপির বন্দনা চহ্বন, তৃণমূল কংগ্রেসের সুখেন্দুশেখর রায় এবং বিজু জনতা দলের সসমিত পাত্র। রাজ্যসভার চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে এই ছয় সাংসদের মধ্যে কেউ একজন সভা পরিচালনা করবেন। বর্তমানে ডেপুটি চেয়ারম্যান পদ থেকে জেডিইউ এমপি হরিবংশ অবসর নেওয়ার ফলে সংশ্লিষ্ট পদটি খালি রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#sukhendu sekhar roy, #vice chairman, #Rajya Sabha

আরো দেখুন