বিবিধ বিভাগে ফিরে যান

ম্যানগ্রোভ আজ সংকটে, বাঁচাতে হবে আমাদেরই 

July 26, 2020 | < 1 min read

আয়লা, আম্পানের মত বিজ্জনক ঘূর্ণিঝড়গুলিকে প্রকৃত শক্তি নিয়ে ভূপৃষ্ঠে আছড়ে পড়া থেকে যে দৈব শক্তি আটকেছে, তা হল সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গল। যা নিজেই আজ সভ্যতার দাপটে ক্ষতিগ্রস্ত। ম্যানগ্রোভের সংকট মানে পক্ষান্তরে আমাদেরই সংকট। 

কিভাবে হচ্ছে ম্যানগ্রোভের সর্বনাশ?  চলুন দেখে নেওয়া যাকঃ

  • জোয়ারের ঢেউয়ের গতি বৃদ্ধি এবং ভাটার পলি কমে যাওয়া ম্যানগ্রোভ নষ্ট হওয়ার অন্যতম কারণ।
  • একটি সমীক্ষা বলছে, গত তিন দশক ধরে ভাঙ্গনের ফলে ভারত ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলটি ২৪.৫৫ শতাংশ (১৩৬.৭৭ বর্গ কিলোমিটার) হ্রাস পেয়েছে। এই ক্ষয়ের বেশিরভাগটাই স্থায়ী ক্ষয়।
  • জলবায়ুর চরম পরিবর্তনের ফলে ম্যনগ্রোভ ক্ষতিগ্রস্ত হচ্ছে বার বার। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দ্রুত পালটে যাচ্ছে সুন্দরবনে গাছের পাতার রঙ, যার মধ্যে রয়েছে বেশ কিছু প্রজাতির ম্যানগ্রোভও।
  • ২০০৯ সালে আয়লাতেও ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ম্যানগ্রোভ অরণ্য। যদিও, সুন্দরবনের মত বদ্বীপযুক্ত ম্যানগ্রোভগুলির পর্যায়ক্রমিক ক্ষয় ইকোসিস্টেম নিজেই সারিয়ে তুলরে পারে।  
  • আশার আলো এই যে, পশ্চিমবঙ্গ সরকার আগামী ছয় মাসে সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে।
TwitterFacebookWhatsAppEmailShare

#mangrove

আরো দেখুন