বিনোদন বিভাগে ফিরে যান

ব্যাঙ্ক থেকে ১৫ কোটি ‘সরিয়েছিলেন’ রিয়া! মারাত্মক অভিযোগ সুশান্তের বাবার

July 29, 2020 | 2 min read

 ▪️এবার রিয়ার বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ৷ এবং যা করছে সুশান্তের বাবা নিজেই৷ ছেলেকে পরিবার থেকে দূরে রাখতেন রিয়া, হাতিয়ে নিয়েছিলেন সুশান্তের প্রায় ১৫ কোটি টাকা! সুশান্তের ব্যাঙ্ক থেকে নাকি ১৫ কোটি সরিয়েছিলেন রিয়া৷ এমনই মারাত্মক অভিযোগ করেছেন সুশান্তের বাবা কৃষ্ণা কিশোর সিং৷

এবার রিয়ার বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ৷ এবং যা করছে সুশান্তের বাবা নিজেই৷ ছেলেকে পরিবার থেকে দূরে রাখতেন রিয়া, হাতিয়ে নিয়েছিলেন সুশান্তের প্রায় ১৫ কোটি টাকা! সুশান্তের ব্যাঙ্ক থেকে নাকি ১৫ কোটি সরিয়েছিলেন রিয়া৷ এমনই মারাত্মক অভিযোগ করেছেন সুশান্তের বাবা কৃষ্ণা কিশোর সিং৷

 ▪️ইতিমধ্যেই তিনি সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশকে মৌখিকভাবে সেটা জানিয়েছেনও৷ কারণ তাঁর মতে, তিনি মুম্বই পুলিশের তদন্তের ওপর বিশ্বাস রাখতে পারছেন না৷

ইতিমধ্যেই তিনি সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশকে মৌখিকভাবে সেটা জানিয়েছেনও৷ কারণ তাঁর মতে, তিনি মুম্বই পুলিশের তদন্তের ওপর বিশ্বাস রাখতে পারছেন না৷

 ▪️রিয়াই সুশান্তকে পরিবারে থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন৷ সুশান্তের টাকা যথেচ্ছ ব্যবহার করতেন এবং সুশান্তকে পুরোপুরি নিজের মুঠোয় নিয়ে এসেছিলেন৷ এমনই অভিযোগ করেছেন সুশান্তের বাবা৷ এই মর্মে তিনি অভিযোগ দায়ের করেছেন রাজীব নগর থানায়৷

রিয়াই সুশান্তকে পরিবারে থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন৷ সুশান্তের টাকা যথেচ্ছ ব্যবহার করতেন এবং সুশান্তকে পুরোপুরি নিজের মুঠোয় নিয়ে এসেছিলেন৷ এমনই অভিযোগ করেছেন সুশান্তের বাবা৷ এই মর্মে তিনি অভিযোগ দায়ের করেছেন রাজীব নগর থানায়৷

 ▪️রিয়ার চক্রবর্তীর সঙ্গে সুশান্তের প্রেম নিয়ে কিছুই জানতেন না সুশান্তের পরিবার৷ রিয়াকে তাঁরা কখনও দেখেননি এবং সুশান্তের মুখেও কখনও রিয়ার নাম শোনেননি৷ আগেই জানায় সুশান্তের পরিবার৷

রিয়ার চক্রবর্তীর সঙ্গে সুশান্তের প্রেম নিয়ে কিছুই জানতেন না সুশান্তের পরিবার৷ রিয়াকে তাঁরা কখনও দেখেননি এবং সুশান্তের মুখেও কখনও রিয়ার নাম শোনেননি৷ আগেই জানায় সুশান্তের পরিবার৷

 ▪️ এমনকি ২০১৯-র আগে ছেলের কোনও রকম মানসিক অবসাদ ছিল না বলেও জানিয়েছে সুশান্তের পরিবার৷ রিয়ারই নাকি সুশান্তের ওপর চাপ দিতেন, অভিযোগ৷

এমনকি ২০১৯-র আগে ছেলের কোনও রকম মানসিক অবসাদ ছিল না বলেও জানিয়েছে সুশান্তের পরিবার৷ রিয়ারই নাকি সুশান্তের ওপর চাপ দিতেন, অভিযোগ৷

 ▪️ছেলের মৃত্যুর পর থেকে মৃত্যুর তদন্ত নিয়ে কোনওভাবে মুখ খোলেনি সিং পরিবার৷ তবে শেষ পর্যন্ত রিয়ার এফআইআর করলেন তাঁরা৷ অন্যদিকে মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যু তদন্ত চালিয়ে যাচ্ছে৷ ইতিমধ্যেই অনেককে জেরা করা হয়েছে৷

ছেলের মৃত্যুর পর থেকে মৃত্যুর তদন্ত নিয়ে কোনওভাবে মুখ খোলেনি সিং পরিবার৷ তবে শেষ পর্যন্ত রিয়ার এফআইআর করলেন তাঁরা৷ অন্যদিকে মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যু তদন্ত চালিয়ে যাচ্ছে৷ ইতিমধ্যেই অনেককে জেরা করা হয়েছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#rhea chakraborty, #sushant singh rajput

আরো দেখুন