বেসরকারিকরন পছন্দ না হলে কর্মীরা বেছে নিতে পারে স্বেচ্ছাবসর- কেন্দ্রীয় সরকার
July 29, 2020 | < 1min read
ভারত পেট্রোলিয়ামকে ( bharat petroleum) বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল মোদি সরকার (modi government) । এবার নেওয়া হল আরেক বড় সিদ্ধান্ত। সরকারের ভারত পেট্রোলিয়ামের বেসরকারিকরনের সিদ্ধান্ত অপছন্দ হলে কর্মচারীরা স্বেচ্ছায় অবসর নিতে পারেন। এই ক্ষেত্রে বিশেষ সুবিধার কথাও ঘোষনা করার করেছে কেন্দ্র সরকার।
পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই দেশের তৃতীয় বৃহত্তম রিফাইনারি ও দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়াম সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্মচারীদের উদ্দেশ্যে এই ব্যাপারে নির্দেশ পাঠিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো কর্মচারী ব্যক্তিগত কারনে স্বেচ্ছাবসর নিতে চান তবে তা নিতে পারেন। অর্থাৎ বেসরকারি করন পছন্দ না হলে স্বেচ্ছাবসরের পথ খোলা রয়েছে। রয়েছে বিশেষ প্যাকেজও।