আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

বুকার পুরস্কার ২০২০-র জন্যে মনোনীত ভারতীয় বংশোদ্ভূত লেখক অবনী দোশি

July 29, 2020 | 2 min read

প্রকাশিত হল বুকার পুরস্কার ২০২০-র মনোনয়নের দীর্ঘ তালিকা। দুবাইবাসী ভারতীয় বংশোদ্ভূত লেখক অবনী দোশি তাঁর প্রথম উপন্যাস গার্ল ইন হোয়াইট কটন (বিদেশে যার নাম বার্ন্ট সুগার) এর জন্য মনোনীত হয়েছেন। ১৩ জন লেখক এই তালিকায় রয়েছেন। উল্লেখ্য, দ্য মিরর এবং দ্য লাইট বইগুলির জন্য দুবার বুকার বিজয়ী হিলারি ম্যান্টেল আবারও মনোনীত হয়েছেন।

ইউকে এবং আয়ারল্যান্ডে অক্টোবর ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ এর মধ্যে প্রকাশিত ১৬২ উপন্যাসের মধ্যে থেকে ছ’জন লেখককে বাছাই করেন বিচারকরা। এর পরেই মঙ্গলবার “বুকার ডজন” উন্মোচন করা হয়। নভেম্বরে ৫০,০০০ পাউন্ডের সাহিত্য পুরষ্কার তুলে দেওয়া হবে বিজেতার হাতে।

এই বছর মনোনীত ব্রিটিশ এবং স্কটিশ প্রার্থীদের মধ্যে রয়েছেন গ্যাব্রিয়েল ক্রৌজে- হু দে ওয়াজ রচনাটির জন্যে, সুগি বেন রচনাটির জন্য ডগলাস স্টুয়ার্ট এবং লাভ অ্যান্ড আদার থট এক্সপেরিমেন্টের জন্যে সোফি ওয়ার্ড। জিম্বাবয়ের লেখক সিতসি দঙ্গারেমবাগা নমিনেটেড হয়েছেন তাঁর ট্রিলজির তৃতীয় উপন্যাস দিস মরনেবল বডির জন্যে।

বাকি দীর্ঘ তালিকায় মূলত মার্কিন লেখকদের আধিপত্য রয়েছে। যার মধ্যে রয়েছে দ্য নিউ ওয়াইল্ডারেন্সের জন্য ডায়ান কুক, অ্যাপিওরোগনের জন্য কলম ম্যাকক্যান, শ্যাডো কিংয়ের জন্য মাজা মেনগিস্ট, রিয়েল লাইফের জন্যে ব্র্যান্ডন টেইলর, রেডহেড বাই দ্য সাইড অফ দ্য রোডের জন্য অ্যানি টেইলার এবং হাউ মাচ অফ দিজ হিলস ইস গোল্ডের জন্যে সি পাম জাং।

২০১৯-এ দ্য টেস্টামেন্টস এর জন্যে মার্গারেট আটউড এবং গার্ল, ওম্যান, আদারের জন্যে বার্নার্ডাইন ইভারিস্টো সম্মিলিতভাবে কথা সাহিত্যের জন্যে বুকার পরস্কার পেয়েছিলেন। ১৯৬৯ থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়।

২০১৩ সালে বুকার পুরস্কারের নিয়ম বদলে ইউকে এবং কমনওয়েলথের বাইরেও যারা ইংরাজি ভাষায় লিখছেন তাদের স্বীকৃতি দেওয়া হয়।

২০২০ বুকার পুরস্কারের মনোনয়নের দীর্ঘ তালিকাঃ

  • দ্য নিউ ওয়াইল্ডারনেসের জন্যে ডায়ান কুক
  • এই মরনোয়ল বডির জন্যে সিৎসি ডাঙ্গারেমবাগা
  • বার্ন সুগার-এর জন্যে অবনী দোশি
  • হু দে ওয়াজের জন্য গ্যাব্রিয়েল ক্রাউজে
  • মিরর এবং দ্য লাইট-এর জন্যে হিলারি মন্টেল
  • অ্যাপিরোগন এর জন্য কলম ম্যাকক্যান
  • শ্যাডো কিং- এর জন্যে মাজা মেনগিস্টের
  • সাচ আ ফান এজের জন্যে কাইলি রেইড
  • রিয়েল লাইফ-এর জন্যে ব্র্যান্ডন টেইলার
  • রেডহেড বাই দ্য সাইড অফ দ্য রোডের জন্যে অ্যানি টেলার
  • শুগি বাইনের জন্যে ডগলাস স্টুয়ার্ট
  • লাভ অ্যান্ড আদার থট এক্সপেরিমেন্টের জন্যে সোফি ওয়ার্ড
  • হাউ মাচ অফ দিজ হিলস ইস গোল্ডের জন্যে সি পাম জাং
TwitterFacebookWhatsAppEmailShare

#Avni Doshi, #2020 booker prize, #Indian Origin Author

আরো দেখুন