← জীবনশৈলী বিভাগে ফিরে যান
ঘর সাজান আলো দিয়ে
উত্সব ছাড়াও, যে কোনও সময় ঘর সাজাতে আলো ব্যবহার করলে তা আলাদা মাত্রা এনে দেয়। মোমবাতি, কুপি, হারিক্যান, প্রদীপ ল্যাম্প – যাই হোক না কেন, আলোর সৌন্দর্যই আলাদা।
জেনে নিন কেমন করে আলো দিয়ে সাজাবেনঃ
১) ড্রয়িং রুম বড় হলে চার কোনায় চারটি ল্যাম্প রাখতে পারেন।
২) সোফার টেবিলের ওপর রাখতে পারেন মাটির ঢাকনা দেওয়া ল্যাম্প।
৩)শোবার ঘরে খাটের পাশে রাখতে পারেন এক-দেড় ফুট উচ্চতার বাতি।
৪) ড্রয়িং রুম থেকে শোবার ঘরের আলো হতে পারে রঙিন।
৫) দেওয়ালের রঙ ও ঘরের আসবাবের রঙ দেখে নিয়ে উজ্জ্বল রঙের বাতি জ্বালানো উচিত।
৬) ছোট ছোট এক রঙা ল্যাম্প ঝোলাতে পারেন বারান্দার দরজায় কিংবা ঘরের প্রবেশ পথে।
চারিদিকে আলো থাকলে মনও ভালো থাকবে।