রাজ্য বিভাগে ফিরে যান

বিপ্লবের ঘরওয়াপসি, প্রত্যয়ী তৃণমূল

July 31, 2020 | < 1 min read

বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র। শুক্রবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে ফের একবার দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলে ফিরলেন বিপ্লববাবুর ভাই প্রশান্ত মিত্রও।

২০২১-এর কঠিন লড়াইয়ে বিপ্লব মিত্রকে বাইরে রেখে লড়াই করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তাই তড়িঘড়ি বিপ্লববাবুর প্রবল বিরোধী অর্পিতা ঘোষকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে, রাজনৈতিক অনুগামী বলে পরিচিত গৌতম দাসকে জেলা সভাপতি করে কার্যত বিপ্লবকেই ফেরানোর রাস্তায় প্রশস্ত করতে চেয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। অর্পিতা জামানা অবসানে তৃণমূল রাজ্য নেতৃত্ব রাজি হতেই বিপ্লব মিত্রের দলে ফেরা। এদিন ফের একবার পতাকা তুলে নিলেন একদা তৃণমূলের রাজ্য সহ সভাপতি বিপ্লব মিত্র।

এদিকে, বিজেপি নেতা বিপ্লব মিত্র তৃণমূলে যোগদান করার খবর চাউর হতেই জেলাজুড়ে তাঁর অনুগামীরা সক্রিয় হয়ে উঠেছে। জেলাজুড়ে বিপ্লব মিত্র শিবিরের তৃণমূল নেতা কর্মীদের মধ্যেও প্রবল উচ্ছাস দেখা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Biplab Mitra

আরো দেখুন