তথ্য যাচাই বিভাগে ফিরে যান

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি কি সত্যিই রাম মন্দিরের? 

August 1, 2020 | < 1 min read

কিছুদিন ধরেই একটি রঙচঙে ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। বলা হচ্ছে এরকমই দেখতে হতে চলেছে বহু চর্চিত রাম মন্দির। পোস্টে এও দাবি করা হচ্ছে যে এখানে থাকবে ২,১০০ কেজির একটি ঘন্টা। এবং হিন্দু ভাই-বোনদের  পোস্টটি শেয়ার করতে বলা হচ্ছে।

সত্য

তথ্যটি সম্পূর্ণ ভুল। আসলে ছবিটি নির্মাণাধীন ইসকন মন্দিরের ৩ ডাইমেনশানাল ছবি। ইসকনের ওয়েবসাইটেই দেখতে পাওয়া যাবে। যার সাথে রাম মন্দিরের নকশার কোন মিল নেই। 

তাহলে কেমন হবে রাম মন্দির

অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। ১৯৮৫-৮৬ –র মধ্যেই করা হয়েছিল প্রাথমিক নকশা। পুরনো নকশায় সামান্যই কিছু পরিবর্তন আনা হয়েছে। রাম মন্দিরের আর্কিটেক্ট নিখিল সম্পুরা সংবাদমাধ্যমকে রাম মন্দিরের নকশা সম্পর্কে খানিকটা ধারণা দিয়েছেন। যা দেখতে হবে খানিকটা এই রকমঃ

২,১০০ কিলো ঘন্টার সত্যতা সম্পর্কে খোঁজ চালিয়ে দেখা যায় ৫০ জন ব্যক্তি এই ঘন্টা তৈরির সাথে যুক্ত ছিলেন। যার দাম আনুমানিক ১০ লক্ষ টাকা। কিন্তু এখন ঘন্টার বিষয়ে আর নতুন কোন খবর নেই।

কিন্তু এটা প্রমাণিত যে রাম মন্দির নামে প্রচারিত ছবিটি আসলে ইসকন মন্দিরের। তথ্য যাচাই করে দেখা গেল তথ্যটি সম্পূর্ণ ভুল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #Ram Mandir

আরো দেখুন