← রাজ্য বিভাগে ফিরে যান
শিক্ষক-শিক্ষিকাদের জন্য সুখবর, এবার পারবেন উচ্চ মাধ্যমিকে নম্বর বাড়ানোর সুযোগ
শিশু শিক্ষাকেন্দ্র, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা মুক্ত বিদ্যালয়ে ফের ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিকের নম্বর বাড়ানোর সুযোগ পাবেন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, এনসিটিএ নিয়ম অনুযায়ী প্রাথমিক, শিশু শিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষকতা করতে হলে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর প্রয়োজন। কিন্তু কর্মরত শিক্ষকদের মধ্যে যাঁদের ৫০ শতাংশ নম্বর নেই তারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ফের উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে পরীক্ষার মাধ্যমে নম্বর বাড়ানোর সুযোগ পাবেন।