করোনাকে জয় করে বাড়ি ফিরছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ
২১ জুলাই তিনি তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। গোটা মহকুমাজুড়ে বিধায়কের করোনা পজিটিভের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উদয়নবাবুর লালার নমুনা রিপোর্ট জেলায় এসে পৌঁছোয়। দেখা যায়, তিনি করোনা পজিটিভ।
২২ জুলাই সকালে তিনি শিলিগুড়ির একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। তবে তাঁর দ্বিতীয়বারের লালা পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। যদিও তিনি জানিয়েছিলেন, তাঁর কোনওরকম শারীরিক অসুবিধা নেই। এরপর আজ তৃতীয়বার তাঁর লালার নমুনার রিপোর্ট আসে। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। বিধায়ক উদয়নবাবু তা ফেসবুকে শেয়ারও করেন। এরপরেই তার শুভাকাঙ্খীরা সেই পোস্ট ভাইরাল করে দেন।
দিনহাটার নামকরা চিকিৎসক বিদ্যুৎকমল সাহা জানান, উদয়নবাবুর আজকের রিপোর্ট নেগেটিভ এসেছে। সেখানকার চিকিৎসকের পরামর্শ মেনে আগামিকাল দিনহাটায় আসছেন তিনি। বিধায়কের সুস্থ হয়ে ফেরার খবরে বেজায় খুশি তার অনুগামীরা।