রাজ্য বিভাগে ফিরে যান

স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর,৩০০০ চা শ্রমিকের মধ্যে মাত্র ৪ জন কোভিড পজিটিভ

August 3, 2020 | < 1 min read

করোনার চেন ভাঙতে মুম্বইয়ের ‘ধারাবি বস্তি’ ও কলকাতার ‘হাজার বস্তি’র মতো কি উত্তরের চা বাগানও পথ দেখাচ্ছে? স্বাস্থ্য দপ্তরের নথিই কিন্তু এ কথা বলছে। গত জুন-জুলাই দু’মাসে আলিপুরদুয়ার জেলার ৬৪টি চা বাগানের মধ্যে ৫৮টি বাগানের ৩০০০ শ্রমিকের সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছিল। তাতে মাঝেরডাবরি সহ মাত্র দু’টি বাগানের চারজন শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়ে। স্বাস্থ্য দপ্তরের দাবি, এই রিপোর্ট বলে দিচ্ছে চা বাগানের শ্রমিকদের মধ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি।

এই রিপোর্ট স্বস্তি দেওয়ার পরেও চা মালিক সংগঠনগুলি আশ্বস্ত নয়। সেইজন্য একটি চা বাগান মালিক সংগঠন নতুন করে বাগান ধরে ধরে ফের শ্রমিকদের সোয়াব টেস্টের আবেদন জানিয়ে স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়েছে। অন্য আরএকটি মালিক সংগঠন শ্রমিকদের শারীরিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাগানে বাগানে ভিটামিন ট্যাবলেট বিলির আর্জি জানিয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। স্বাস্থ্য দপ্তর অবশ্য জানিয়েছে, আগস্ট মাস থেকে প্রতিদিন জেলায় ১৫০০ সোয়াব টেস্টের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাতে বাগানও থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#health dept, #Corona Report

আরো দেখুন