বিবিধ বিভাগে ফিরে যান

মোদী-মমতা রাখির লড়াইয়ে পোয়া বারো ব্যবসায়ীদের

August 3, 2020 | < 1 min read

রাজনৈতিক মঞ্চ ছেড়ে এবার রাখীতে মোদি-মমতার লড়াই। লকডাউনের মাঝে রাখী নিয়ে রাজনৈতিক এই লড়াইয়ে উপার্জন বাড়ায় খুশি ব্যবসায়ীরা। তাঁদের মতে, মোদী-মমতার এই লড়াই কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

করোনার গেরো লেগেছে রাখী বন্ধন উৎসবে। প্রতিবছর এই উৎসবকে কেন্দ্র করে গ্রাম থেকে শহর সর্বত্রই রাখী কেনার ধুম পড়ে যায়। যদিও এই বছর চিত্রটা সম্পূর্ণ আলাদা। দোকানে থরে থরে রাখী সাজানো থাকলেও যেভাবে ক্রেতা না থাকায় হতাশ বিক্রেতারা। তবে এরই মাঝে কিছুটা হলেও বিক্রেতাদের আশা জাগিয়েছে রাজনৈতিক রাখীর চাহিদা। দোকানিরা বলছেন, এই বছর বাজারে সাধারণ রাখীর তুলনায় মোদি-মমতা রাখীর চাহিদা তুলনামূলকভাবে বেশি।

প্রতিবছর এই বিশেষ দিনটাতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নিজেদের উদ্যোগে রাখী বিতরণ করলেও এবছর পরিস্থিতি একটু অন্যরকম। ১০-২০ টাকা মূল্যের মোদি-মমতা রাখী এবারে ভালোই বিক্রি হয়েছে। সে কারণে খানিকটা হলেও হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rakhi Bandhan, #Mamata Banerjee, #Narendra Modi

আরো দেখুন