রাজ্য বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত সিপিএম নেতা মহম্মদ সেলিম

August 3, 2020 | < 1 min read

শ্যামল চক্রবর্তীর পর এবার মহম্মদ সেলিম। করোনায় আক্রান্ত বর্ষীয়ান সিপিআইএম নেতা। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ মহম্মদ সেলিম। জ্বর রয়েছে। তার সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছে। সঙ্গে পেটখারাপ। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। দেখা যায়, কোভিড আক্রান্ত সিপিআইএম পলিটব‍্যুরো সদস্য মহম্মদ সেলিম। 

অন্যদিকে বর্ষীয়ান সিপিআইএম নেতা শ‍্যামল চক্রবর্তীও করোনা আক্রান্ত। শনিবারই তাঁর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তিনিও বাইপাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল রাত থেকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বর্ষীয়ান নেতাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Mohammed Selim

আরো দেখুন