রাজ্য বিভাগে ফিরে যান

আবার বদলালো লকডাউনের তারিখ- দেখে নিন এমাসের নতুন লকডাউন সূচী

August 3, 2020 | < 1 min read

গত ২৮ জুলাই সাংবাদিক সম্মেলনে জানানো হয় ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন চলবে। আগের মতোই অনেক ক্ষেত্রেই মিলবে ছাড়। তবে রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় বাড়ছিল উদ্বেগ। তাই ঠিক হয়, সংক্রমণের চেন ভাঙতে সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটবে রাজ্য। সেই মতোই তারিখগুলি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু কিছুক্ষণ পর এসে জানান, তারিখে সামান্য বদল হচ্ছে। ফের নয়া দিন ঘোষিত হয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বকরি ইদ, রাখি পূর্ণিমা, স্বাধীনতা দিবস ইত্যাদি মাথায় রেখেই কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সোমবার নবান্নের তরফে ফের জানানো হল, পূর্ব ঘোষিত দিনে কিছু বদল আনা হয়েছে।

লকডাউনের পরিবর্তিত সূচী ছিল

  • ৫ই আগস্ট, বুধবার
  • ৮ই আগস্ট, শনিবার
  • ১৬ই আগস্ট, রবিবার
  • ১৭ই আগস্ট, সোমবার
  • ২৩শে আগস্ট, রবিবার
  • ২৪শে আগস্ট, সোমবার
  • ৩১শে আগস্ট, সোমবার

কিন্তু অনেকেই মনসা পূজো পালনের জন্যে ছাড় দেওয়ার আবেদন করেন। যেহেতু বাংলায় একটি বড় জনগোষ্ঠী এই মনসা পূজো করে, তাই সে কথা বিবেচনা করে সরকার তৃতীয় বারের জন্যে আবার বদলালো লকডাউনের তারিখ। ছাড় দেওয়া হল মনসা পূজোয়।

দেখে নিন লকডাউনের পরিবর্তিত সূচী

  • ৫ই আগস্ট, বুধবার
  • ৮ই আগস্ট, শনিবার
  • ২০শে আগস্ট, বৃহস্পতিবার
  • ২১শে আগস্ট, শুক্রবার
  • ২৭শে আগস্ট, বৃহস্পতিবার
  • ২৮শে আগস্ট, শুক্রবার
  • ৩১শে আগস্ট, সোমবার
TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #lock down

আরো দেখুন