← দেশ বিভাগে ফিরে যান
৩৭০ বাতিলের বর্ষপূর্তিতে ১০ দিন ব্যাপী মহোৎসব বিজেপির
ভারতীয় জনতা পার্টির জম্মু- কাশ্মীর শাখা আগামী ৫- ১৫ই আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রথম বর্ষপূর্তি মহা সমারোহে উদযাপন করবে। দলের সদস্যদের মতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্যে দিয়েই কাশ্মীরে উন্নতি ও শান্তি ফিরে আসার শুভ সূচনা হয়েছে। কিন্তু কোভিড-এর কারণে সেই উন্নতি ত্বরান্বিত হয়েছে বলে আক্ষেপ তাঁদের।
বিজেপি সাধারণ সম্পাদক অশোক কৌল জানান, এই বিশেষ দিনটিকে পালন করার জন্যে ১০ দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, সেনারা আতঙ্কবাদ নিয়ন্ত্রণ করতে অনেকটাই সফল হয়েছে। কাশ্মীরে জনরোষ আর চোখে পড়েনা বলেই জানিয়েছেন অশোক বাবু।
বিজেপির জম্মু কাশ্মীরের মুখপাত্র আলতাব ঠাকুর জানান, কেন্দ্রীয় মন্ত্রীরা ভার্চুয়াল সভা করবেন। তাঁরা জম্মু কাশ্মীরের বিভিন্ন জেলা ঘুরে দেখবেন, উদ্বাস্তু এবং সাফাই কর্মীদের সাথে কথা বলবেন।