দেশ বিভাগে ফিরে যান

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

August 4, 2020 | < 1 min read

ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবার আক্রান্ত হলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও গুরুগ্রামে মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন৷

ট্যুইটারে এ দিন নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান৷ তিনি লিখেছেন, ‘কোভিড ১৯-এর প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম, যার ফল পজিটিভ এসেছে৷ চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি৷’

ধর্মেন্দ্র প্রধান অবশ্য এ সপ্তাহের শুরুতেই মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ গত ২৯ জুলাই অমিত শাহের উপস্থিতিতে যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল, সেখানেও তিনি হাজির ছিলেন না৷ যদিও ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও রাজনাথ সিং, নির্মলা সীতারমণ সহ মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা ছিলেন৷

অমিত শাহের পর ধর্মেন্দ্র প্রধানই মোদি মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য যিনি করোনায় আক্রান্ত হলেন৷ ৫১ বছর বয়সি ধর্মেন্দ্র প্রধানের শারীরিক অবস্থা সম্পর্কে অবশ্য এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি৷

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ কর্ণাটকের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং সি এম সিদ্ধারামাইয়াও করোনায় আক্রান্ত হয়েছেন৷ তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে৷ তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

রবিবারই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে উত্তর প্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রী ৬২ বছর বয়সি কমল রানি বরুণের৷ লখনউ-এর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ এ ছাডাও দিল্লি, তামিলনাড়ু, পঞ্জাবের মতো রাজ্যের কয়েকজন মন্ত্রীও করোনা আক্রান্ত হয়েছিলেন, আপাতত তাঁরা সুস্থ৷ মহারাষ্ট্রেও একাধিক মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Dharmendra Pradhan, #Coronavirus

আরো দেখুন