দেশ বিভাগে ফিরে যান

মানবদেহে অক্সফোর্ড ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিল কেন্দ্র

August 4, 2020 | < 1 min read

সংক্রমণে বল্গাহীন কোভিড। দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিলও। যেনতেন প্রকারে এই মারণ ভাইরাসকে ঘায়েল করাই এখন একমাত্র লক্ষ্য মোদি সরকারের। ফলে আর সময় নষ্ট না করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েই দিল কেন্দ্র। খুব শীঘ্র দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষা শুরু হবে। এর জন্য প্রাথমিক পর্যায়ে বেছে নেওয়া হয়েছে মোট ১৭টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে।

ইতিমধ্যেই ইউরোপ, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ চলছে ‘কোভিশিল্ড’-এর। ব্রাজিলে চলছে ফেজ থ্রি’র হিউম্যান ট্রায়াল। প্রাথমিক পর্যায়ে ব্রাজিলে এই ভ্যাকসিনের কাজ অত্যন্ত আশাব্যঞ্জক। তাই ভারতে প্রথম ধাপেই এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের ফেজ টু এবং থ্রি’র একসঙ্গে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিল ‘ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজে স্থাপিত সুইডেনের কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা যৌথ উদ্যোগে ‘কোভিশিল্ড’ তৈরি করেছে। ভারতে তাদের পার্টনার পুনের সংস্থা ‘সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া’। অন্যান্য টিকা তৈরিতে এই সংস্থার পেশাদারিত্ব দেশ-বিদেশে উচ্চ প্রশংসিত। ডিপিটি, বিসিজি, সোয়াইন ফ্লুর টিকাও তৈরি করে সেরাম ইনস্টিটিউট।

TwitterFacebookWhatsAppEmailShare

#central government, #covid 19 vaccine, #human trial, #India, #covid19

আরো দেখুন