রাজ্য বিভাগে ফিরে যান

মুঘল আমলে রামনবমী করেছি, লকডাউনেও করব, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

August 4, 2020 | < 1 min read

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিন পশ্চিমবঙ্গে কমপ্লিট লকডাউনকে ফের একবার কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার পলতায় চা-চক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সিদ্ধান্তকে চরম কটাক্ষ করেন কিনি। বলেন, ‘ব্রিটিশ আমলে, মুঘল আমলে রাম নবমী করেছি। লকডাউনেও করব।’

বলে রাখি, বুধবার অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনটিকে সারা দেশে উজ্জাপনের পরিকল্পনা করেছে গেরুয়াপন্থী সংগঠনগুলি। পশ্চিমবঙ্গেও দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। কিন্তু সেদিন কমপ্লিট লকডাউন থাকায় পুলিশি বাধার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। 

এদিন দিলীপবাবু বলেন, ‘পুলিশ বাধা দিলেন অবস্থা বুঝে ব্যবস্থা হবে।’ এর পরই দিলীপবাবু বলেন, ‘ব্রিটিশ আমলে, মুঘল আমলে রামনবমী পালন করেছি। লকডাউনেও করব।’

রামমন্দিরের ভূমিপুজোর দিন পশ্চিমবঙ্গে রাজনীতি ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপির দাবি, তোষণের রাজনীতি করতে ৫ অগাস্ট কমপ্লিট লকডাউন ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম – কংগ্রেসের দাবি, এভাবেই খাল কেটে বিজেপিকে এনেছেন মমতা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #Ram Mandir, #bhoomi pujan, #West Bengal, #bjp

আরো দেখুন