আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বেইরুট

August 5, 2020 | < 1 min read

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বেইরুট। মৃত ১০। আহত বহু মানুষ। বিস্ফোরণে কার্যত, এক নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হল গোটা এলাকাটা। কিছু বুঝে ওঠার আগেই ভেঙে পড়ল ঘর-বাড়ি, জানালা। রক্তাক্ত অবস্থায় মানুষ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। ২০২০-র একের পর এক ধ্বংস যজ্ঞে যোগ হল লেবাননের হৃদয় বিদারক ছবি। এই ঘটনায় ইতিমধ্যেই লেবাননে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

সেখানকার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণস্থলের কাছাকাছি বহু মানুষ আহত হন। অনেককেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বিস্ফোরণস্থল থেকে ১০টি দেহ উদ্ধার করেছে পুলিশ। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, আহতের সংখ্যা শতাধিক।

আরও জানাগেছে, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন অনেকেই। বিস্ফোরণটি ঘটেছে বন্দর এলাকায়। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Blast, #Beirut, #Lebanon

আরো দেখুন