তথ্য যাচাই বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত রঞ্জন গগৈ? গুজব ওড়ালেন নিজেই

August 5, 2020 | < 1 min read

করোনা আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ! এমনই গুজব ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম মারফত। সে বিষয়েই ইতি টানলেন রাজ্যসভার সাংসদ তথা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নিজেই।

 “বার অ্যান বেঞ্চ” তাঁদের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছে  অসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এ বিষয়ে নিশ্চিত করেছেন যে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর সত্যি নয়। প্রধান বিচারপতি থাকাকালীন রাম মন্দির-সহ একাধিক উল্লেখযোগ্য মামলার রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও তাঁর নেতৃত্বাধীন বেঞ্চ রাফালেরও রায় শুনিয়েছিল।

রাম মন্দিরের ভূমি পুজোয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তথা বর্তমানের সাংসদ রঞ্জন গগৈকে আমন্ত্রণ না করলে অন্যায় হবে বলে কটাক্ষও করেছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তবে “বার অ্যান বেঞ্চের” টুইটে এ বিষয়ে স্পষ্ট করা হলো যে প্রাক্তন প্রধান বিচারপতি করোনা আক্রান্ত হননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Fact Check, #fake News, #ranjan gogoi

আরো দেখুন