রাম মন্দির স্রেফ বাহানা, আসল উদ্দেশ্য মোদির পিআর?
দীর্ঘ লড়াইয়ের পর আজ সেই মাহেন্দ্রক্ষণ। আজ অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দিরের ভূমি পুজো। কিন্তু এই অযোধ্যাতেই আজ ব্রাত্য লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশী।
রামমন্দির ভূমিপূজা উপলক্ষে আমন্ত্রণ জানানো হল না বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও মরলী মনোহর যোশীকে। এমনকি অনেক টালবাহানার পর উমা ভারতীকে আমন্ত্রণ জানানো হলেও, তিনি করোনার দোহাই দিয়ে নিজেকে সরিয়ে রাখতেই চাইছেন।
করোনা সংক্রমণের মাঝেই রাম মন্দির নির্মাণে ভূমিপূজার জন্য অযোধ্যা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই প্রশ্ন তুলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা ধরা পড়ার পর আইসোলেশনে কেন গেলেন না প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তো অমিত শাহ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক মহলের ধারণা, রাম মন্দির ভূমিপুজোয় উপস্থিত থেকে বৃহত্তর বার্তা দিতে চান মোদি। নিজেকে হিন্দু সিম্বল হিসেবে তুলে ধরতে চান। অবশ্য, এই প্রচেষ্টাকে কটাক্ষ করেছেন স্বয়ং বিজেপি সাংসদ সুব্রহ্মনম স্বামী। তাঁর দাবি, রাম মন্দির নির্মাণে বিজেপির কোনও কৃতিত্ব নেই। সবটাই রাজীব গান্ধী ও নরসিংহ রাওয়ের কৃতিত্ব।
তাই, প্রশ্ন উঠছে। করোনা কালে, বিধিনিষেধ হাওয়ায় উড়িয়ে, মোদির অযোধ্যা সফর কি তাহলে শুধুই ভোটবাক্সের কথা মাথায় রেখে?