রাজ্য বিভাগে ফিরে যান

রামকৃষ্ণ মিশনকে ‘RSS-এর দালাল’ বললেন সিপিএম নেতা বিকাশরঞ্জন

August 6, 2020 | < 1 min read

রামমন্দিরের জন্য ইট পাঠানোয়, রামকৃষ্ণ মিশনকে ‘আরএসএস-এর দালাল’ বললেন; সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। আর সেই মন্তব্যের জেরে; শোরগোল পরে গেছে গোটা বাংলায়। করোনা আবহে বন্ধ বেলুর মঠ, রামকৃষ্ণ মিশন। তবে, অযোধ্যায় রামমন্দির ভূমিপুজোয়; বেলুড় মঠ থেকে গেছে মঠের মাটি ও ইট। আর একেই সমালোচনায় বিদ্ধ করেছেন সিপিএম নেতা। সোজা ভাষায় রামকৃষ্ণ মিশনকে; ‘আরএসএস-এর দালাল’ বললেন বিকাশরঞ্জন। রামকৃষ্ণ মিশন নিয়ে এই ধরণের কমেন্ট করায়; বিকাশকে একহাত নিয়েছেন বাংলার মানুষ।

সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একটি ফেসবুক পোস্টের নিচে লেখেন; “Ramkrishnamission has lost its mission. It’s now formally an appendage of RSS”। রামকৃষ্ণ মিশন, অযোধ্যায় রামমন্দির ভূমি পুজোয়; বেলুড় মঠ থেকে মাটি ও ইট পাঠিয়েছে। যাদব কুমার পাণ্ডে নামক এক বাম সমর্থক; এই নিয়ে ফেসবুক পোস্ট দেন। সেই পোস্টের কমেন্টে লেখেন বিকাশরঞ্জন। রামকৃষ্ণ মিশনকে ‘আরএসএস-এর লেজুড়’ বলায়; মুহূর্তের মধ্যে ওই পোস্ট ও বিকাশরঞ্জনের কমেন্ট ভাইরাল হয়ে যায়। পরে ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে বিকাশরঞ্জনের কমেন্ট ছড়িয়ে গেছে। ওই পোস্টে বামেরা, স্বামী বিবেকানন্দ-কেও গালাগাল করেন। বামেদের এই কাণ্ডে, চরম সমালোচনা করেছেন রাজ্যের মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#RSS, #ram mandir ceremony, #Bikash Ranjan Bhattacharya, #Ramakrishna Mission

আরো দেখুন