বিনোদন বিভাগে ফিরে যান

আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা!

August 6, 2020 | < 1 min read

জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা

হিন্দি টেলি দুনিয়া ফের শোকের ছায়া। আত্মহত্যা করলেন জনপ্রিয় টেলি অভিনেতা সমীর শর্মা। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। বৃহস্পতিবার মালাডে তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে দেহ।

পুলিশের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে সম্প্রতি মালাডের এই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন অভিনেতা। তাঁর দেহ প্রথমে নজরে আসে অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানের। সমীরের ঘর থেকেও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সম্প্রতি সমীরকে Yeh Rishtey Hai Pyaar Ke ধারাবাহিকে কুহু চরিত্রের বাবার ভূমিকায় দেখা যাচ্ছিল। টেলি দুনিয়ায় তাঁর সফর শুরু একতা কাপুরের হাত ধরেই। অভিনয় করেছেন জনপ্রিয় দুই ধারাবাহিক Kahaani Ghar Ghat Ki এবং Kyunki Saas Bhi Kabhi Bahu Thi-তে।

TwitterFacebookWhatsAppEmailShare

#actor, #Suicide, #Sameer Sharma, #serial

আরো দেখুন