করোনাকে ভয় না পেতে বার্তা স্বাস্থ্য দপ্তরের
– হ্যালো। ভাক্তারবাবু। খুব ভয় করছে।
– -কেন?
– -আর কিসের, করোনার ভয়। বাঘের থেকেও বেশী ভয়ের।
– কোনও ভয় নেই। স্বাস্থ্য দপ্তর সঙ্গে আছে।
এমনভাবেই ডাক্তার-রোগীর কথোপকথনের মাধামে করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য রাজ্যবাসীকে জানাচ্ছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট সার্চ করলেই এমন অডিও রেকর্ডিং শোনা যাচ্ছে। বুধবার থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে। কখন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে? অথবা উপসর্গহীন কোভিভ পজিটিভকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তেমনই বিশিষ্ট চিকিৎসকদের ভিডিও বক্তব্য দেখানোর ব্যবস্থা শুরু হয়েছে।
কো-মর্বিডিটি কি? কোভিড থাকলে কি করা উচিত? স্পষ্টভাবে বুঝিয়ে বলেছেন অভিজিৎ চৌধুরী, দীপ্তেন্দ্র সরকার, রাজা ধরের মতো চিকিৎসকরা । বলেছেন, আগামী কয়েক মাস তো বটেই, যেহেতু এই ভাইরাসের কয়েক বছর মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ভেন্টিলেশন নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যথেষ্ট ব্যবস্থা হাসপাতালে । পালস অক্সিমিটারের প্রয়োজনীয়তাও বলেছেন ডাক্তাররা।