← দেশ বিভাগে ফিরে যান
করোনা আক্রান্ত ‘ভাবী জী পাঁপড়’ এর হোতা কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল
কাজে এল না ভাবী জী পাঁপড়। করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
সারা বিশ্বের বৈজ্ঞানিক ও গবেষকরা যখন করোনা ভাইরাসের প্রতিষেধক খুঁজতে মাথার ঘাম পায়ে ফেলছেন, তখন আজব নিদান দেন কেন্দ্রীয় জলসম্পদ, নদী উন্নয়ন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
তিনি বলেন, একটা পাঁপড়ই নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে। ওনার দাবী, ‘ভাবী জী’ ব্র্যান্ড নামের পাপড় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে পারে।
এখন নেটিজেনদের বক্তব্য, তাহলে কি ভাবী জী পাঁপড় কাজে এল না স্বয়ং মন্ত্রীমশাইয়ের?