আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

চরম ভুল করছে আমেরিকা, হুঁশিয়ারি চীনের

August 8, 2020 | < 1 min read

লাদাখের গালওয়ানে সংঘাতের পর চীনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইকের পথ বেছে নিয়েছিল ভারত। নিষিদ্ধ করা হয়েছিল টিকটক সহ ৫৯টি চীনা অ্যাপ। একই পথে হাঁটতে চলেছে আমেরিকাও।

ভারতের মতোই টিকটক সহ একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করার ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও আগেই জানিয়েছিলেন, টিকটক সহ একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করার কথা গুরুত্ব দিয়ে ভাবছে আমেরিকাও।

এবার টিকটক এবং উইচ্যাটের মাধ্যমে সব রকমের লেনদেন নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, ৪৫ দিনের মধ্যে নির্দেশ কার্যকর করার নির্দেশও দেন তিনি। আর আমেরিকার এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে জিনপিং। যদিও মাইক্রোসফট টিকটককে কিনে নিতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

অন্যদিকে, আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে চীনা শি জিনপিং বলেছেন, ‘চরম ভুল করছে আমেরিকা। এখনই ভুল সংশোধন করুন ট্রাম্প। নইলে আমেরিকাকে এর খেসারত দিতে হবে।‘ আমেরিকা আন্তর্জাতিক বাণিজ্যনীতি লঙ্ঘন করছে বলে অভিযোগ বেজিংয়ের।

TwitterFacebookWhatsAppEmailShare

#china, #america

আরো দেখুন